ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ১
ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ১ : ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই অপরিসীম। ভারতীয় সংবিধান একটি বৃহৎ বিষয়। পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা অধ্যায় ভিত্তিক ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ১ নিয়ে এসেছি। আশা রাখি এই প্রশ-গুলি তোমাদের ভালো লাগবে।
অধ্যায় – ভারতীয় সংবিধান প্রণয়নের ঐতিহাসিক পেক্ষাপট
1) নিচের কোনটির দ্বারা ‘ভারত’ ও ‘পাকিস্তানের’ সৃষ্টি হয়েছিল?
[A] ক্রিপস প্রস্তাব
[B] ক্যাবিনেট মিশন
[C] সিমলা সম্মেলন
[D] ভারতীয় স্বাধীনতা আইন।
2) কোন আইন রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্টার প্রস্তাব রাখে?
[A] ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭
[B] ভারত শাসন আইন, ১৯৩৫
[C] আর. বি. আই অ্যাক্ট, ১৯৩৫
[D] ভারত শাসন আইন, ১৯১৯
3) রেগুলেটিং আইন কত সালে প্রণীত হয়?
[A] ১৭৭২ খ্রিস্টাব্দে
[B] ১৭৭০ খ্রিস্টাব্দে
[C] ১৭৭৩ খ্রিস্টাব্দে
[D] ১৭৭১ খ্রিস্টাব্দে
4) রেগুলেটিং আইন কবে কার্যকর হয়__
[A] ১৭৭৩ সালের ২০ জুন
[B] ১৭৭৩ সালের ১০ জুন
[C] ১৭৭৩ সালের ৫ জুন
[D] ১৭৭৩ সালের ১৫ জুন
5) কোন আইনের মাধ্যমে ‘বাংলার গভর্নর’ পদকে ‘বাংলার গভর্নর জেনারেল’ পদে উন্নীত করা হয়?
[A] সনদ আইন ১৮৩৩
[B] রেগুলেটিং আইন ১৭৭৩
[C] পিটের ভারত শাসন আইন ১৭৮৪
[D] কোনটিই নয়
6) বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন__
[A] লর্ড কর্নওয়ালিস
[B] রবার্ট ক্লাইভ
[C] ওয়ারেন হেস্টিং
[D] জন কার্টিয়ার
7) বাংলার দ্বিতীয় গভর্নর জেনারেল পদে কে নিযুক্ত হন?
[A] জন কার্টিয়ার
[B] ওয়ারেন হেস্টিং
[C] রবার্ট ক্লাইভ
[D] লর্ড কর্নওয়ালিস
8) ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন__
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড উইলিয়াম বেন্টিক
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড অকল্যান্ড
9) পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়?
[A] ১৭৮১ সালে
[B] ১৭৮২ সালে
[C] ১৭৮৩ সালে
[D] ১৭৮৪ সালে
10) সাইমন কমিশন কবে গঠিত হয়?
[A] ১৯২৫ সালে
[B] ১৯২৭ সালে
[C] ১৯২৯ সালে
[D] ১৯৩১ সালে
11) কত সালে Reserve Bank of India গঠিত হয়?
[A] 1935 সালে
[B] 1936 সালে
[C] 1937 সালে
[D] 1938 সালে
12) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন?
[A] লর্ড লিনলিথগো
[B] লর্ড মাউন্টব্যাটেন
[C] সি. রাজাগোপালচারী
[D] লর্ড ওয়াভেল
13) শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল_
[A] লর্ড চেমসফোর্ড
[B] লর্ড লিনলিথগো
[C] লর্ড ওয়াভেল
[D] লর্ড মাউন্টব্যাটেন
14) প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলেন__
[A] রাজেশনের প্রসাদ
[B] জওহরলাল নেহেরু
[C] সি. রাজাগোপালচারী
[D] কোনটিই নয়
15) ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল__
[A] লর্ড মাউন্টব্যাটেন
[B] লর্ড আরউইন
[C] লর্ড ওয়াভেল
[D] সি. রাজাগোপালচারী