সূচিপত্র
ভারতের সংবাদপত্রের তালিকা
ভারতের সংবাদপত্রের তালিকা ভারতের বহু ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। ইংরেজি ও প্রধান ভাষা গুলি সহ 152 টি বিভিন্ন ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। দেশীয় ভাষাগুলি ছাড়াও ভারতে কয়েকটি বিদেশী ভাষাতেও সংবাদপত্র প্রকাশিত হয়। ভাষার ভিত্তিতে মূল্যায়ন করলে প্রথম স্থান অধিকার করে – হিন্দি ভাষা ও দ্বিতীয় ইংরেজি।
বর্তমানে ভারতে 100 বছরেরও বেশি পুরোনো সংবাদপত্রের সংখ্যা 41 টি। গুজরাতি ভাষায় প্রকাশিত দৈনিক ‘বোম্বে সমাচার’, বর্তমানে সমগ্র এশিয়া মহাদেশে চালু সংবাদপত্র গুলির মধ্যে প্রাচীনতম। তৎকালীন ‘বোম্বে’ রাজ্য থেকে প্রকাশিত এই সংবাদপত্রটির প্রতিষ্টানটি 1822 সালে প্রতিষ্টিত হয়।1780 সালে অগাস্টাস হিকি বাংলার মাটিতে ভারতের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ ইংরেজি ভাষায় প্রকাশ করেন।
ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1880 সালে। শ্রীরামপুর থেকে প্রকাশিত এই সংবাদপত্রটির নাম ছিল – ‘সমাচার দর্পন’
সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের তালিকা
ক্রম | প্রকাশনা | ভাষা | সংখ্যা |
---|---|---|---|
1 | দৈনিক ভাস্কর | হিন্দি | 43, 18, 377 |
2 | দৈনিক জাগরণ | হিন্দি | 41, 44, 706 |
3 | দ্য টাইমস অব ইন্ডিয়া | ইংরেজি | 28, 26, 164 |
4 | হিন্দুস্তান | হিন্দি | 26, 25, 343 |
5 | অমর উজালা | হিন্দি | 26, 10, 784 |
6 | মালয়ালা মনোরমা | মালয়ালম | 23, 68, 672 |
7 | ইনাডু | তেলেগু | 18, 07, 998 |
8 | ডেইলি থান্তি | তামিল | 15, 25, 526 |
9 | দ্য হিন্দু | ইংরেজি | 13, 97, 944 |
10 | মাত্রুভূমি | মালয়ালম | 13, 63, 931 |
11 | ডেইলি সকাল | মারাঠি | 12, 04, 640 |
12 | পাঞ্জাব কেশরী | হিন্দি | 11, 65, 506 |
13 | সাক্ষী | তেলেগু | 10, 91, 079 |
14 | আনন্দবাজার পত্রিকা | বাংলা | 10, 80, 478 |
15 | পত্রিকা | হিন্দি | 10, 05, 485 |
16 | হিন্দুস্তান টাইমস | ইংরেজি | 10, 04, 110 |
17 | দিনমালার | তামিল | 8, 48, 287 |
18 | প্রভাত খবর | হিন্দি | 8, 29, 982 |
19 | দিব্যা ভাস্কর | গুজরাটি | 8, 22, 513 |
20 | বিজয়বানী | কানাড়া | 7, 60,738 |
সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা
ক্রম | প্রকাশনা | ভাষা | সংখ্যা |
---|---|---|---|
1 | রবিবাসরীয় হিন্দুস্তান | হিন্দি | 22, 89, 376 |
2 | দ্য হিন্দু | ইংরেজি | 10, 79, 938 |
3 | দ্য সানডে টাইমসঅব ইন্ডিয়া | ইংরেজি | 10, 53, 164 |
4 | রবিবার লোকসত্যা | মারাঠি | 3, 64, 033 |
5 | কর্মসংস্থান | বাংলা | 3, 38, 747 |
সর্বাধিক প্রচারিত ম্যাগাজিন
ক্রম | প্রকাশনা | ভাষা | সংখ্যা |
---|---|---|---|
1 | বনিতা | মালয়ালম | 4, 06, 957 |
2 | অন্নদাতা | তেলেগু | 3, 16, 470 |
3 | গৃহলক্ষ্মী | হিন্দি | 3, 03, 886 |
4 | মালয়ালা মনোরমা | মালয়ালম | 2, 80, 130 |
5 | সাপ্তাহিক বর্তমান | বাংলা | 1, 44, 814 |
ভারতের সংবাদপত্রের তালিকা সম্পর্কিত প্রশ্ন-উত্তর
1. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: বেঙ্গল গেজেট
2. ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল_
উত্তর: সমাচার দর্পন
3. বেঙ্গল গেজেট কত সালে প্রকাশিত হয়?
উত্তর: 1780 সালে
4. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?
উত্তর: সমাচার দর্পন
5. সমাচার দর্পন কত সালে প্রকাশিত হয়?
উত্তর: 1818 সালে।
6. হিন্দি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?
উত্তর: সমাচার সুধা বর্ষণ। (1854)
7. মালয়ালম ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?
উত্তর: রাজ্য সমাচারম। (1847)
8. কানাড়া ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?
উত্তর: ম্যাঙ্গালুরু সমাচার। (1843)
9. মারাঠি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?
উত্তর: দ্যান প্রকাশ। (1849)
10. তামিল ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?
উত্তর: স্বদেশ মিত্ৰন