ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF Download

ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF Download সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান General Knowledge বিভাগটির গুরুত্ব খুব অপরিসীম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও তাদের রাজধানীর নাম। 

বর্তমানে ভারতে ২৮ টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।অষ্টম তফসিল অনুযায়ী ভারতীয় সংবিধানের মোট স্বীকৃত ভাষার সংখ্যা হল ২২ টি। নিচে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা ও সঙ্গে আঞ্চলিক ভাষার তালিকা দেওয়া হয়েছে। সমস্ত PDF গুলি একসঙ্গে পেতে Telegram গ্রূপে যুক্ত হন। ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF Download

 

Read More: ভারতের 29 টি রাজ্যের নাম তালিকা

ভারতের ২৮ টি রাজ্যের সরকারি ভাষা তালিকা

রাজ্যরাজধানীসরকারি ভাষাঅনান্য ভাষা
অন্ধ্রপ্রদেশহায়দ্রাবাদতেলেগুতেলেগু, উর্দু, হিন্দি, তামিল, মারাঠি
অরুণাচল প্রদেশইটানগরইংরেজিনিশি, আদি, বাংলা, নেপালি ও হিন্দি
আসামদিসপুরআসামীআসামী, বাংলা, হিন্দি, বোদো, নেপালি
বিহারপাটনাহিন্দিহিন্দি, ভোজপুরি, মাগধী, মিথিলি, উর্দু, বাংলা, ও সাঁওতালি।
ছত্তিসগড়রায়পুরহিন্দিহিন্দি, ওড়িয়া, বাংলা, তেলেগু, ও মারাঠি
গোয়াপানাজিকোঙ্কনিকোঙ্কনি, মারাঠি, হিন্দি, কানাড়া, উর্দু
গুজরাটগান্ধীনগরগুজরাটিগুজরাটি, হিন্দি, সিন্ধি, মারাঠি ও উর্দু
হরিয়ানাচন্ডিগড়হিন্দিহিন্দি, হারিয়ানী, পাঞ্জাবি, উর্দু, বাংলা, মিথিলি
হিমাচলপ্রদেশশিমলাহিন্দিহিন্দি, পাঞ্জাবি, নেপালি, কাশ্মীরি ও ডগরী
ঝাড়খন্ডরাঁচিহিন্দিহিন্দি, ভোজপুরি, মাগধী, নাগপুরী, সাঁওতালি, বাংলা, উর্দু, ওড়িয়া।
কর্ণাটকব্যাঙ্গালোরকানাড়াকানাড়া, উর্দু, তেলেগু, তামিল, মারাঠি
কেরালাতিরুবন্তপুরমমালায়ালমমালায়ালম, তামিল, তুলু, কানাড়া, ও কোঙ্কনি
মধ্যপ্রদেশভোপালহিন্দিহিন্দি, মারাঠি, উর্দু, সিন্ধি ও গুজরাটি
মহারাষ্ট্রমুম্বাইমারাঠিমারাঠি
মনিপুরইমফলমেইতি (মনিপুরি)মণিপুরী, নেপালি, হিন্দি ও বাংলা
মেঘালয়শিলংইংলিশখাসি, গারো, বাংলা, নেপালি, হিন্দি
মিজোরামআইজলইংলিশ ও হিন্দি মণিপুরি ও চাকমা
নাগাল্যান্ডকোহিমাইংলিশএও, কোন্যাক, আঙ্গামী, সেমা ও লোথা
ওড়িষ্যাভুবেনশ্বরওড়িয়াওড়িয়া, বাংলা, তেলেগু, হিন্দি ও সাঁওতালি।
পাঞ্জাবচন্ডিগড়পাঞ্জাবিপাঞ্জাবি ও হিন্দি
রাজস্থানজয়পুরহিন্দিরাজস্থানি ও হিন্দি
সিকিমগ্যাংটকইংলিশভুটিয়া, হিন্দি, নেপালি, লেপচা, লিম্বু
তামিলনাড়ুচেন্নাইতামিলতামিল, তেলেগু, কানাড়া, উর্দু ও মালায়ালম
তেলঙ্গানাহায়দ্রাবাদতেলেগুতেলেগু, উর্দু, মারাঠি, কানাড়া ও হিন্দি।
ত্রিপুরাআগরতলাবাংলা, ইংরেজি ও ককবোরোকবাংলা, ত্রিপুরি, মনিপুরী, ককবোরোক
উত্তরপ্রদেশলখনৌহিন্দিহিন্দি, অবধী, ভোজপুরি, খাড়ি বলি
উত্তরাখণ্ডদেরাদুনহিন্দিহিন্দি, গড়বালি, কুমাওনি, যৌনসারী
পশ্চিমবঙ্গকোলকাতাবাংলাবাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, কামতাপুরি

Read More: ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীদের তালিকা

ভারতের ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা তালিকা

কেন্দ্রশাসিত অঞ্চলরাজধানীসরকারি ভাষাঅনান্য ভাষা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জপোর্টব্লেয়ারহিন্দি, ইংলিশ
চন্ডিগড়চন্ডিগড়হিন্দি, পাঞ্জাবি
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউসিলভাসাগুজরাটি, কোঙ্কনি, মারাঠিভিলি, ভিলোরি, হিন্দি
দিল্লিনিউ দিল্লিহিন্দি, ইংলিশউর্দু, পাঞ্জাবি, হিন্দি
লাক্ষাদ্বীপকাভারাত্তিমালায়ালমইংলিশ
জম্মু ও কাশ্মীরজম্মু (শীত) ও শ্রীনগর(গ্রীষ্ম)কাশ্মীরি, ডগরী, হিন্দি, উর্দু ও ইংলিশ
লাদাখলেহহিন্দি, ইংলিশলাদাখী
পুদুচেরিপুদুচেরিতামিল, ফ্রেঞ্চ ইংলিশ

Download বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =

Scroll to Top