ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF Download সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান General Knowledge বিভাগটির গুরুত্ব খুব অপরিসীম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও তাদের রাজধানীর নাম।
বর্তমানে ভারতে ২৮ টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।অষ্টম তফসিল অনুযায়ী ভারতীয় সংবিধানের মোট স্বীকৃত ভাষার সংখ্যা হল ২২ টি। নিচে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা ও সঙ্গে আঞ্চলিক ভাষার তালিকা দেওয়া হয়েছে। সমস্ত PDF গুলি একসঙ্গে পেতে Telegram গ্রূপে যুক্ত হন। ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF Download
Read More: ভারতের 29 টি রাজ্যের নাম তালিকা
ভারতের ২৮ টি রাজ্যের সরকারি ভাষা তালিকা
রাজ্য | রাজধানী | সরকারি ভাষা | অনান্য ভাষা |
---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | হায়দ্রাবাদ | তেলেগু | তেলেগু, উর্দু, হিন্দি, তামিল, মারাঠি |
অরুণাচল প্রদেশ | ইটানগর | ইংরেজি | নিশি, আদি, বাংলা, নেপালি ও হিন্দি |
আসাম | দিসপুর | আসামী | আসামী, বাংলা, হিন্দি, বোদো, নেপালি |
বিহার | পাটনা | হিন্দি | হিন্দি, ভোজপুরি, মাগধী, মিথিলি, উর্দু, বাংলা, ও সাঁওতালি। |
ছত্তিসগড় | রায়পুর | হিন্দি | হিন্দি, ওড়িয়া, বাংলা, তেলেগু, ও মারাঠি |
গোয়া | পানাজি | কোঙ্কনি | কোঙ্কনি, মারাঠি, হিন্দি, কানাড়া, উর্দু |
গুজরাট | গান্ধীনগর | গুজরাটি | গুজরাটি, হিন্দি, সিন্ধি, মারাঠি ও উর্দু |
হরিয়ানা | চন্ডিগড় | হিন্দি | হিন্দি, হারিয়ানী, পাঞ্জাবি, উর্দু, বাংলা, মিথিলি |
হিমাচলপ্রদেশ | শিমলা | হিন্দি | হিন্দি, পাঞ্জাবি, নেপালি, কাশ্মীরি ও ডগরী |
ঝাড়খন্ড | রাঁচি | হিন্দি | হিন্দি, ভোজপুরি, মাগধী, নাগপুরী, সাঁওতালি, বাংলা, উর্দু, ওড়িয়া। |
কর্ণাটক | ব্যাঙ্গালোর | কানাড়া | কানাড়া, উর্দু, তেলেগু, তামিল, মারাঠি |
কেরালা | তিরুবন্তপুরম | মালায়ালম | মালায়ালম, তামিল, তুলু, কানাড়া, ও কোঙ্কনি |
মধ্যপ্রদেশ | ভোপাল | হিন্দি | হিন্দি, মারাঠি, উর্দু, সিন্ধি ও গুজরাটি |
মহারাষ্ট্র | মুম্বাই | মারাঠি | মারাঠি |
মনিপুর | ইমফল | মেইতি (মনিপুরি) | মণিপুরী, নেপালি, হিন্দি ও বাংলা |
মেঘালয় | শিলং | ইংলিশ | খাসি, গারো, বাংলা, নেপালি, হিন্দি |
মিজোরাম | আইজল | ইংলিশ ও হিন্দি | মণিপুরি ও চাকমা |
নাগাল্যান্ড | কোহিমা | ইংলিশ | এও, কোন্যাক, আঙ্গামী, সেমা ও লোথা |
ওড়িষ্যা | ভুবেনশ্বর | ওড়িয়া | ওড়িয়া, বাংলা, তেলেগু, হিন্দি ও সাঁওতালি। |
পাঞ্জাব | চন্ডিগড় | পাঞ্জাবি | পাঞ্জাবি ও হিন্দি |
রাজস্থান | জয়পুর | হিন্দি | রাজস্থানি ও হিন্দি |
সিকিম | গ্যাংটক | ইংলিশ | ভুটিয়া, হিন্দি, নেপালি, লেপচা, লিম্বু |
তামিলনাড়ু | চেন্নাই | তামিল | তামিল, তেলেগু, কানাড়া, উর্দু ও মালায়ালম |
তেলঙ্গানা | হায়দ্রাবাদ | তেলেগু | তেলেগু, উর্দু, মারাঠি, কানাড়া ও হিন্দি। |
ত্রিপুরা | আগরতলা | বাংলা, ইংরেজি ও ককবোরোক | বাংলা, ত্রিপুরি, মনিপুরী, ককবোরোক |
উত্তরপ্রদেশ | লখনৌ | হিন্দি | হিন্দি, অবধী, ভোজপুরি, খাড়ি বলি |
উত্তরাখণ্ড | দেরাদুন | হিন্দি | হিন্দি, গড়বালি, কুমাওনি, যৌনসারী |
পশ্চিমবঙ্গ | কোলকাতা | বাংলা | বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, কামতাপুরি |
Read More: ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীদের তালিকা
ভারতের ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা তালিকা
কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী | সরকারি ভাষা | অনান্য ভাষা |
---|---|---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | পোর্টব্লেয়ার | হিন্দি, ইংলিশ | |
চন্ডিগড় | চন্ডিগড় | হিন্দি, পাঞ্জাবি | |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | সিলভাসা | গুজরাটি, কোঙ্কনি, মারাঠি | ভিলি, ভিলোরি, হিন্দি |
দিল্লি | নিউ দিল্লি | হিন্দি, ইংলিশ | উর্দু, পাঞ্জাবি, হিন্দি |
লাক্ষাদ্বীপ | কাভারাত্তি | মালায়ালম | ইংলিশ |
জম্মু ও কাশ্মীর | জম্মু (শীত) ও শ্রীনগর(গ্রীষ্ম) | কাশ্মীরি, ডগরী, হিন্দি, উর্দু ও ইংলিশ | |
লাদাখ | লেহ | হিন্দি, ইংলিশ | লাদাখী |
পুদুচেরি | পুদুচেরি | তামিল, ফ্রেঞ্চ ইংলিশ |
Download বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা তালিকা