পদ্ম পুরস্কার 2020 : নমস্কার, আমরা প্রায়ই বিভিন্ন পরীক্ষায় পদ্ম পুরস্কারের উপর প্রশ্ন অবশ্যই থাকে। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে পদ্ম পুরস্কারের উপর আমরা ১০ টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চিন আপনাদের সামনে নিয়ে এসেছি। আশারাখি, এই প্রশ্নগুলি পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাহায্য করবে।
পদ্ম পুরস্কার 2020 MCQ
1. 2020 সালে কতজন ব্যক্তিকে ‘পদ্ম বিভূষণ’ দেওয়া হয়েছে?
[A] ৫ জন
[B] ৭ জন
[C] ১১ জন
[D] ১৬ জন
2. নিম্নলিখিত কে 2020 সালের ‘পদ্মভূষণ’ বিজেতা নন?
[A] পি.ভি. সিন্ধু
[B] মেরি কম
[C] এস.সি জমির
[D] আনন্দ মাহিন্দ্রা
3. বিজয়ীদের ‘পদ্ম পুরস্কার’ কে প্রদান করেন?
[A] ভারতের প্রধানমন্ত্রী
[B] ভারতের রাষ্ট্রপতি
[C] ভারতের উপ-রাষ্ট্রপতি
[D] সুপ্রিম কোর্টের বিচারপতি
4. ভারতের তৃতীয় সর্বোচ্চ পদ্ম পুরস্কার কোনটি?
[A] ভারতরত্ন
[B] পদ্মবিভূষণ
[C] পদ্মভূষণ
[D] পদ্মশ্রী
5. পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়?
[A] 1948 সালে
[B] 1954 সালে
[C] 1965 সালে
[D] 1985 সালে
6. কোন অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন?
[A] প্রিয়াঙ্কা চোপড়া
[B] মাধুরী দীক্ষিত
[C] শিল্পা শেট্টি
[D] কঙ্গনা রানাওয়াত
7. 2020 সালে মোট কয়টি পদ্ম পুরস্কার প্রদান করা হয়?
[A] 118 টি
[B] 141 টি
[C] 116 টি
[D] 201 টি
8. 2020 সালে মোট কতজন ব্যক্তিকে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করা হয়?
[A] 7 জন
[B] 16 জন
[C] 141 জন
[D] 118 জন
9. 2020 সালে মোট কয়জন ব্যক্তিকে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রদান করা হয়?
[A] 7 জন
[B] 16 জন
[C] 118 জন
[D] 141 জন
10. ‘পদ্মবিভূষন’ পুরস্কারের প্রথম প্রাপক কে?
[A] জহরলাল নেহেরু
[B] সত্যেন্দ্রনাথ বসু
[C] ইন্দিরা গান্ধী
[D] সর্দার বল্লভভাই প্যাটেল
- বাংলা সাহিত্যের গ্রন্থ ও গ্রন্থাগার [ Static GK MCQ-12 ]
- দেশের রাজধানী, মুদ্রা ও পার্লামেন্ট কুইজ 2020
- CM, Governors & Capital Gk Question & Answer
- World Gk Question & Answer
- West Bengal Gk Question & Answer
- Sports Gk Question & Answer
- Indian Rail Gk Question & Answer
- Famous Place Gk Question & Answer
- Daily Static Gk Quiz -4
- Daily Static Gk Quiz -3
- Daily Static Gk Quiz -2
- Daily Static Gk Quiz -1