Tense কাকে বলে কত প্রকার ও কি কি

Tense কাকে বলে কত প্রকার ও কি কি? নমস্কার, পাঠকগণ আজকে আমরা একটি বেসিক ইংরেজি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি। আর সেটা হল – Tense বা কাল। এখানে আমরা Tense বা কাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আলোচ্য বিষয় গুলিয়ে হল – Tense কাকে বলে? Tense কয় প্রকার ও কি কি? এছাড়াও বিভিন্ন Tense -এর গঠন মূলক এবং উদাহরণ সহ বিস্তারিত আলোচনা। আসুন শুরু করা যাক। Join Our Telegram Channel.

সূচিপত্র

Tense কাকে বলে?

ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি। Tempus শব্দের অর্থ সময়। অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে।যেমনঃ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Tense কত প্রকার ও কি কি?

Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ

(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।

প্রশ্নঃ Present tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ বর্তমানে সম্পন্ন হয় বুঝায়, তার কালকে Present tense বলে ।
যেমনঃ
I go to school.

প্রশ্নঃ Past tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বুঝায় তার কালকে Past tense বলে। 
যেমনঃ
I went to school.

প্রশ্নঃ Future tense কাকে বলে ?
উত্তরঃ যে verb এর কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে বুঝায়, তার কালকে Future tense বলে।
যেমনঃ
I shall go to school.

প্রশ্নঃ Present tense কত প্রকার ও কি কি?

উত্তরঃ Present Tense ৪ প্রকার যেমনঃ

1. Present Indefinite Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense
4. Present Perfect Continuous Tense

1.  Present Indefinite Tense কাকে বলে ?

উত্তরঃ কোন কাজ সাধারণভাবে হয় বা হচ্ছে এমন অর্থ প্রকাশ করলে Verb -এর Present Indefinite Tense বা অনির্দিষ্ট বর্তমান কাল হয়। 

Present Indefinite Tense -এর গঠন প্রণালীঃ 

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. এরপর বসবে Verb বা ক্রিয়া। 
3. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং সূত্রটি হল  – Subject + Verb + Object

Note: 

1. Subject -টি যদি 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়।

Present Indefinite Tense -এর উদাহরণ:

1. I do the work. ( আমি কাজটি করি। )
[ এখানে Subject = I , Verb = do, Object = the work ]

2. He goes home. ( সে বাড়ি যায় )
[ এখানে Subject = He , Verb = goes, Object = home ] এখানে লক্ষ্য করলে দেখা যাবে Verb -এর সঙ্গে ‘es’ যুক্ত হয়েছে। কারন , এখানে Subject -টি 3rd person singular number.

2.  Present Continuous Tense কাকে বলে ?

বাংলায় চেনার উপায়:- কোন কাজ হচ্ছে বা চলছে, তবে কাজটি এখনো শেষ হয়নি, এমন ধরনের অর্থ প্রকাশ করলে তাকে Present Continuous Tense বা ঘটমান বর্তমান কাল বলে। 

Present Continuous Tense -এর গঠন প্রণালীঃ 

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. যেকোন ( am/is/are )একটি Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. তারপরে বসবে Principal Verb বা প্রধান ক্রিয়াপদ এবং প্রধান ক্রিয়াপদের সঙ্গে ing’ যুক্ত করতে হবে। 
4. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং  সূত্রটি হল  – Subject +am/is/are + Verb এর সাথে (ing) + Object

Note:

1. Subject টি যদি First Person Singular Number ( I ) হয় তাহলে Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘am’ বসবে। 
2. Subject টি যদি Third Person Singular Number হয় তাহলে Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘is’ বসবে।
3. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘are’ বসবে। 

Present Continous Tense -এর উদাহরণ:

1. I am looking. (আমি তাকাচ্ছি।)
[এখানে Subject = I , Auxilaiary Verb = am, Principal Verb = look এর সঙ্গে ing যুক্ত হয়েছে।]

2. He is saying. (সে বলছে।)
[এখানে Subject =He , Auxilaiary Verb = is, Principal Verb = say এর সঙ্গে ing যুক্ত হয়েছে।]

3. We are catching the fish. (আমরা মাছ ধরছি।)
[এখানে Subject = We , Auxilaiary Verb = are, Principal Verb = catch এর সঙ্গে ing যুক্ত হয়েছে।]

3.  Present Perfect Tense কাকে বলে ?

এই মাত্র কোন কাজ শেষ হলো কিংবা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনও বর্তমানে আছে, এমন অর্থ প্রকাশ পেলে তাকে Present Perfect Tense বলে।

Present Perfect Tense -এর গঠন প্রণালীঃ 

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. যেকোন (has/have )একটি Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. তারপরে বসবে Principal Verb বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে Past Participle Form বসবে।
4. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং  সূত্রটি হল  – Subject +has/have + Verb এর Past Participle Form + Object

Note:

1. Subject টি যদি Third Person Singular Number হয় তাহলে Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘has’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘have’ বসবে। 

Present Perfect Tense -এর উদাহরণ:

1. I have done.(আমি করেছি)
[এখানে
Subject = I, Auxiliary Verb = have, Principal Verb-এর Past Participle Form = done ]

2. We have seen.(আমরা দেখেছি)
[এখানে
Subject = We, Auxiliary Verb = have, Principal Verb-এর Past Participle Form = seen ]

3. He has taken. (সে নিয়েছে)
[এখানে
Subject = He, Auxiliary Verb = has, Principal Verb-এর Past Participle Form = taken ]

4.  Present Perfect Continuous Tense কাকে বলে?

কোন কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু কাজটা শেষ হয়নি — এখনও চলছে; এমন অর্থ প্রকাশ করলে সেরূপ ক্ষেত্রে Present Perfect Continous Tense  ব্যবহৃত হয়।

Present Perfect Continuous Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে Subject বসবে। Subject টি Noun হতে বা Pronoun হতে পারে। 
2. Subject -এর পরে যেকোন একটি Auxiliary Verb ‘Have’ বা ‘Has’ বসবে। 
3. Auxiliary Verb -এর পরে ‘been’ শব্দটি বসবে। 
4. তারপরে Principle Verb বা মূল ক্রিয়াপদের সঙ্গে “ing” যুক্ত হয়ে বসবে। 
5. Principle Verb বা মূল ক্রিয়াপদের পরে ‘Object’ বসবে। 
6. Object এর পরে বসবে নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ঠ সময়। সময় নির্দিষ্ট থাকলে ‘Since’ ও সময় নির্দিষ্ট না থাকলে ‘for’ ব্যবহৃত হবে। 
7. এছাড়াও Preposition, Adjective, Adverb প্রভৃতি য্থায্থ ভাবে বসবে। 

সুতরাং, সূত্রটি হল – Subject + have/has + been + verb -এর সঙ্গে ‘ing’ + object + since/for + other

Note:

1. Subject টি যদি Third Person Singular Number হয় তাহলে Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘has’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘have’ বসবে। 

Present Perfect Continuous Tense -এর উদাহরণ: 

1. We have been living in this village for two years. 

[প্রথমে বসেছে Subject – (We), তারপরে বসেছে Auxiliary Verb – (have), এরপরে বসেছে ‘been‘ তারপরে Priniciple Verb -এর সঙ্গে ‘ing‘ যুক্ত হয়ে (living) বসেছে, তারপরে অনির্দিষ্ট সময় ‘two years’ -এর আগে ‘for‘ বসেছে। ]

2. They have been reading in this college since July last.

[প্রথমে বসেছে Subject – (They), তারপরে বসেছে Auxiliary Verb – (have), এরপরে বসেছে ‘been‘ তারপরে Priniciple Verb -এর সঙ্গে ‘ing‘ যুক্ত হয়ে (reading) বসেছে, তারপরে নির্দিষ্ট সময় ‘July last’ -এর আগে ‘since‘ বসেছে। ]


প্রশ্নঃ Past tense কত প্রকার ও কি কি?

উত্তরঃ Past Tense ৪ প্রকার যেমনঃ

1. Past Indefinite Tense
2. Past Continuous Tense
3. Past Perfect Tense
4. Past Perfect Continuous Tense

1.  Past Indefinite Tense কাকে বলে ?

কোনো কাজ অতীতে হয়েছে বা ঘটেছে; কিন্তু কবে বা কখন হয়েছে তেমন কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই; এরূপ ক্ষেত্রে Past Indefinite Tense এর ব্যবহার হয়। 

Past Indefinite Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. এরপর বসবে Verb বা ক্রিয়া – এর Past form বা অতীত রূপ বসবে। 
3. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং সূত্রটি হল  – Subject + Verb -এর past form + Object

Past Indefinite Tense -এর উদাহরণ: 

1. I went to Kolkata.
[ এখানে Subject = I , Verb -এর past form = went, Object = to kolkata ]

2.  Past Continuous Tense কাকে বলে?

অতীত কালে কোন কাজ কিছুক্ষন ধরে চলছিল, এরূপ বোঝালে তখন Past Continuous Tense ব্যবহৃত হয়। 

Past Continuous Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. যেকোন ( was/were )একটি Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. তারপরে বসবে Principal Verb বা প্রধান ক্রিয়াপদ এবং প্রধান ক্রিয়াপদের সঙ্গে ing’ যুক্ত করতে হবে। 
4. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং  সূত্রটি হল  – Subject +was/were + Verb এর সাথে (ing) + Object

Note:

1. Subject টি যদি First Person Singular Number অথবা Third Person Singular Number হয় তাহলে Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘was’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘were’ বসবে। 

Past Continuous Tense -এর উদাহরণ: 

1. You were going to school.
[এখানে Subject = You , Auxilaiary Verb = were, Principal Verb = go এর সঙ্গে ing যুক্ত হয়েছে।]

2. Dilip was reading at night.
[এখানে Subject = Dilip , Auxilaiary Verb = was, Principal Verb = read এর সঙ্গে ing যুক্ত হয়েছে।]

3.  Past Perfect Tense কাকে বলে?

অতীতে দুটি কাজ সম্পন্ন হয়েছে — একটি আগে ও একটি পরে। যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটিকে Past Perfect Tense বলে এবং যে কাজটি পরে সম্পন্ন হয়েছে সেটি হল Past Indefinite Tense.

Past Perfect Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. ‘had’ Auxilaiary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. তারপরে বসবে Principal Verb বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে Past Participle Form বসবে।
4. তারপরে যে কাজটি পরে সম্পন্ন হয়েছে তার তার Simple Past tense বসবে।  

সুতরাং  সূত্রটি হল  – Subject + had + Verb এর Past Participle Form + Simple Past tense

Note: যে কাজটি প্রথমে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল কেবলমাত্র তারই Past Perfect Tense হবে। 

Past Perfect Tense -এর উদাহরণ: 

1. The patient had died before the doctor came.
[এখানে Subject = patient, Auxiliary Verb = died, Principal Verb-এর Past Participle Form = died, এবং Simple Past tense হল (doctor came) ]

4.  Past Perfect Continuous Tense কাকে বলে?

অতীতে দুটো কাজ সম্পন্ন হয়েছিল। যে কাজটি বেশ কিছু সামু ধরে চলার পর আগে শেষ হয়েছিল; সেরূপ ক্ষেত্রে Past Perfect Continuous Tense ব্যবহৃত হয়। যে কাজটি পরে শেষ হয়েছিল সেটি Simple Past tense হবে। 

Past Perfect Continuous Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে Subject বসবে। Subject টি Noun হতে বা Pronoun হতে পারে। 
2. Subject -এর পরে Auxiliary Verb “had” বসবে। 
3. Auxiliary Verb -এর পরে ‘been’ শব্দটি বসবে। 
4. তারপরে Principle Verb বা মূল ক্রিয়াপদের সঙ্গে “ing” যুক্ত হয়ে বসবে। 
5. Principle Verb বা মূল ক্রিয়াপদের পরে ‘Object’ বসবে। 

সুতরাং, সূত্রটি হল – Subject + had + been + verb -এর সঙ্গে ‘ing’ + object

Past Perfect Continuous Tense -এর উদাহরণ: 

1. Valmiki had been writing the Ramayana before Ramachandra came of
[প্রথমে বসেছে Subject – (Valmiki), তারপরে বসেছে Auxiliary Verb – (had), এরপরে বসেছে ‘been‘ তারপরে Priniciple Verb -এর সঙ্গে ‘ing‘ যুক্ত হয়ে (writing) বসেছে।]

2. They had been living in this village before the winter came.
[প্রথমে বসেছে Subject – (They), তারপরে বসেছে Auxiliary Verb – (had), এরপরে বসেছে ‘been‘ তারপরে Priniciple Verb -এর সঙ্গে ‘ing‘ যুক্ত হয়ে (living) বসেছে।]


প্রশ্নঃ Future Tense কত প্রকার ও কি কি?

উত্তরঃ Furute Tense ৪ প্রকার যেমনঃ

1. Future Indefinite Tense
2. Future Continuous Tense
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense

1.  Future Indefinite Tense কাকে বলে?

যখন সাধারণ ভাবে Sentence -এর অর্থ ভবিষ্যতে বা পরে হবে, এমন অর্থ বোঝায় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎ কালের ক্রিয়াপদ ব্যবহার করতে হবে। এধরনের Sentence -কে Future Indefinite Tense বলে। 

Future Indefinite Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. যেকোন ( shall/will ) একটি Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. এরপর বসবে Verb বা ক্রিয়া – এর Present form বা বর্তমান রূপ বসবে। 
4. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং সূত্রটি হল  – Subject + shall/will + Verb -এর Present form + Object

Note:

1. Subject টি যদি First Person ( I, We ) হয় তাহলে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘Shall’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘will’ বসবে। 

Future Indefinite Tense -এর উদাহরণ: 

1. I Shall go home.
[ এখানে Subject = I , Auxiliary Verb = Shall, Verb -এর present form = go, Object = home ]2. You will sing a song now.
[ এখানে Subject = You , Auxiliary Verb = will, Verb -এর present form = sing, Object = a song now ]

2.  Future Continuous Tense কাকে বলে?

আমরা বাংলায় বলি ‘অমুক কাজটা চলতে থাকবে’ , ‘অমুক কাজটা করতে থাকবো’ প্রভৃতি। ইংরেজিতে এরূপ Sentence -এর গঠন করতে হলে Future Continuous Tense – এর ব্যবহার করা হয়।  

Futute Continuous Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. যেকোন ( shall/will ) একটি Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. এরপরে “be” বসবে। 
4. তারপরে বসবে Verb বা ক্রিয়া – এর Present form বা বর্তমান ক্রিয়াপদের সঙ্গে ing’ যুক্ত করতে হবে। 
5. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 

সুতরাং  সূত্রটি হল  – Subject +shall/will +be + Verb এর সাথে (ing) + Object

Note:

1. Subject টি যদি First Person ( I, We ) হয় তাহলে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘Shall’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘will’ বসবে। 

Future Continuous Tense -এর উদাহরণ: 

1. I shall be doing the work.
[এখানে Subject = I, Auxiliary Verb = shall এবং be বসেছে, Principal Verb = do এর সঙ্গে ing যুক্ত হয়েছে, Object – the work]

2. They will be looking at the moon.
[এখানে Subject = They, Auxiliary Verb = will এবং be বসেছে, Principal Verb = look এর সঙ্গে ing যুক্ত হয়েছে, Object – at the moon]

3.  Futue Perfect Tense কাকে বলে?

ভবিষ্যতে দুটি কাজ হবে। দুটি কাজের মধ্যে একটি হবে অপরটির আগে। যে কাজটি আগে হবে তার verb হবে Future Perfect Tense এবং যে কাজটি পরে হবে তার verb হবে Present Indefinite Tense.

Futute Perfect Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun ও হতে পারে বা Pronoun ও হতে পারে।
2. যেকোন ( shall/will ) একটি Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. এরপরে “have” বসবে। 
4. তারপরে বসবে Principal Verb বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে Past Participle Form বসবে।
5. শেষে বসবে Object বা কর্মপদ। অনেক বাক্যে Object নাও থাকতে পারে। 
6. পরের কাজের sentence টির আগে before বসবে।
7. দ্বিতীয় Sentence -এর subject -এর পরে Present Tense -এর verb বসবে।

সুতরাং  সূত্রটি হল  – Subject +shall/will +have + Verb এর Past Participle Form + Object + Simple Present tense

Note:

1. Subject টি যদি First Person ( I, We ) হয় তাহলে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘Shall’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘will’ বসবে।
3. যে কাজটি প্রথমে সম্পন্ন হবে কেবলমাত্র তারই Future Perfect Tense হবে। 

Future Perfect Tense -এর উদাহরণ: 

1. We Shall have reached here before he comes.
[এখানে Subject = We, Auxiliary Verb = shall have, Principal Verb-এর Past Participle Form = reached, এবং Simple Present tense হল (he comes) ]2. The shop will have closed before the train arrives.
[এখানে Subject = The shop, Auxiliary Verb = will have, Principal Verb-এর Past Participle Form = closed, এবং Simple Present tense হল (the train arrives) ]

4.  Future Perfect Continuous Tense কাকে বলে?

বাংলায় বলা হয়, করতে থাকবো, করতে থাকবে; বলতে থাকবো, বলতে থাকবে প্রভৃতি। এরূপ ক্ষেত্রে ইংরেজিতে Future Perfect Continouous Tense ব্যবহার করা হয়। 

Future Perfect Continuous Tense -এর গঠন প্রণালীঃ

1. প্রথমে Subject বসবে। Subject টি Noun হতে বা Pronoun হতে পারে। 
2. Subject -এর পরে যেকোন একটি ( shall have/will have ) Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া।
3. Auxiliary Verb -এর পরে ‘been’ শব্দটি বসবে। 
4. তারপরে বসবে Verb বা ক্রিয়া – এর Present form বা বর্তমান ক্রিয়াপদের সঙ্গে ing’ যুক্ত করতে হবে। 
5. Principle Verb বা মূল ক্রিয়াপদের পরে ‘Object’ বসবে। 

সুতরাং, সূত্রটি হল – Subject + shall have/will have + been + verb -এর সঙ্গে ‘ing’ + object

Note:

1. Subject টি যদি First Person ( I, We ) হয় তাহলে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘Shall’ বসবে।
2. আর বাকি সব ক্ষেত্রে Subject -এর পরে ‘will’ বসবে।

Future Perfect Continuous Tense -এর উদাহরণ: 

1. I shall have been reading.
[প্রথমে বসেছে Subject – I, তারপরে বসেছে Auxiliary Verb – Shall have, এরপরে বসেছে ‘been‘ তারপরে Priniciple Verb -এর সঙ্গে ‘ing‘ যুক্ত হয়ে reading বসেছে।]

2. You will have been doing the work.
[প্রথমে বসেছে Subject – You, তারপরে বসেছে Auxiliary Verb – will have, এরপরে বসেছে ‘been‘ তারপরে Priniciple Verb -এর সঙ্গে ‘ing‘ যুক্ত হয়ে doing বসেছে।]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =

Scroll to Top