Today Current Affairs MCQ: 11th February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 11th February 2022
1. সম্প্রতি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শান্তিশ্রী ধুলিপুডি পন্ডিত -কে কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করেছে?
[A] দিল্লি বিশ্ববিদ্যালয়
[B] পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
[C] কেরালা বিশ্ববিদ্যালয়
[D] জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
2. সম্প্রতি, প্রয়াত Christos Sartzetakis কোন দেশের পূর্ব রাষ্ট্রপতি ছিলেন?
[A] গ্রীস
[B] অস্ট্রেলিয়া
[C] অস্ট্রিয়া
[D] জাপান
3. নিম্নলিখিত কোন সংস্থা মানব পাচার রুখতে “Operation Ahat” শুরু করেছেন?
[A] Border Security Force
[B] Railway Protection Force
[C] Women Security Force
[D] Central Reserve Police Force
4. Indian Press Freedom Report 2021 – এ জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] কেরালা
[B] পশ্চিমবঙ্গ
[C] ত্রিপুরা
[D] কর্ণাটক
5. কোন ক্রিকেট দেশ Paul Collingwood কে সাময়িক মুখ্য কোচ নিযুক্ত করেছে?
[A] দক্ষিণ আফ্রিকা
[B] অস্ট্রেলিয়া
[C] ওয়েস্ট ইন্ডিজ
[D] ইংল্যান্ড
6. সম্প্রতি, প্রকাশিত “TomTom’s 2021 Traffic Index” অনুসারে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ন শহর কোনটি?
[A] নিউ দিল্লী
[B] মস্কো
[C] মুম্বাই
[D] ইস্তানবুল
7. সম্প্রতি, প্রকাশিত “TomTom’s 2021 Traffic Index” অনুসারে ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ন শহর কোনটি?
[A] নিউ দিল্লী
[B] মুম্বাই
[C] কোলকাতা
[D] চেন্নাই
8. কোন রাজ্য সরকার গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোভিড টিকাকরণ অভিযান শুরু করেছে?
[A] মেঘালয়
[B] ত্রিপুরা
[C] আসাম
[D] মিজোরাম