Today Current Affairs MCQ: 14th February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 14th February 2022
1. সম্প্রতি, কোন রাজ্য সরকার ‘Prevention of Unlawful Conversions Bill 2022’ -এর মঞ্জুরি দিয়েছে?
[A] কেরালা সরকার
[B] গুজরাট সরকার
[C] মহারাষ্ট্র সরকার
[D] হরিয়ানা সরকার
2. সম্প্রতি, কবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু -এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?
[A] ১১ ফেব্রুয়ারী
[B] ১০ ফেব্রুয়ারী
[C] ১২ ফেব্রুয়ারী
[D] ১৩ ফেব্রুয়ারী
3. ‘Tata Sons Pvt Ltd’ -এর চেয়ারম্যান পদে পুনরায় কে নিযুক্ত হয়েছেন?
[A] অলকেশ কুমার
[B] বিজয় পাল শর্মা
[C] মুনিশ্বর নাথ ভান্ডারী
[D] এন. চন্দ্রশেখরন
4. সম্প্রতি, EIU দ্বারা প্রকাশিত “Democracy Index 2021” -এ ভারতের অবস্থান কত?
[A] ১২তম
[B] ৪৬তম
[C] ৭৩তম
[D] ৮৫তম
5. সম্প্রতি, কবে ‘National Productivity Day 2022’ পালিত হয়েছে?
[A] ৯ ফেব্রয়ারি
[B] ১০ ফেব্রয়ারি
[C] ১১ ফেব্রয়ারি
[D] ১২ ফেব্রয়ারি
6. সম্প্রতি, প্রকাশিত “India-Africa Relations: Changing Horizons” -পুস্তকটি কে লিখেছেন?
[A] জে. সাই দীপক
[B] আকাশ কন্সল
[C] ড: থমাস মেথিউ
[D] রাজীব কুমার ভাটিয়া
7. সম্প্রতি, কবে ‘World Radio Day 2022’ পালিত হয়েছে?
[A] ১০ ফেব্রুয়ারী
[B] ১১ ফেব্রুয়ারী
[C] ১২ ফেব্রুয়ারী
[D] ১৩ ফেব্রুয়ারী
8. National Women’s Day of India 2022 -এ কবে পালিত হয়েছে?
[A] 9 ফেব্রুয়ারী
[B] 11 ফেব্রুয়ারী
[C] 13 ফেব্রুয়ারী
[D] 7 ফেব্রুয়ারী