Today Current Affairs MCQ: 15th January 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 15th January 2022
1. সম্প্রতি, কোন কেন্দ্রীয় মন্ত্রী “স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২১-২২” লঞ্চ করেছে?
[A] রাজনাথ সিং
[B] অমিত শাহ
[C] সুভাষ সরকার
[D] ড: জিতেন্দ্র সিং
2. নিম্নলিখিত কে “Indian Space Research Organisation (ISRO)” -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রাজীব আগারওয়াল
[B] রমেশ কুমার
[C] অজয় শর্মা
[D] এস. সোমনাথ
3. “Indian Army Day” কবে পালিত হয়?
[A] 13 জানুয়ারী
[B] 15 জানুয়ারী
[C] 17 জানুয়ারী
[D] 11 জানুয়ারী
4. কবে “20th Dhaka International Flim Festival” শুরু হবে?
[A] ১৫ জানুয়ারী
[B] ১৬ জানুয়ারী
[C] ১৭ জানুয়ারী
[D] ১৮ জানুয়ারী
5. Asia Cup 2022 -এর জন্য কাকে ‘ভারতীয় হকি মহিলা হকি দল’ -এর ক্যাপ্টেন নিযুক্ত করা হয়েছে?
[A] Savita Punia
[B] Namita Toppo
[C] Lilima Minz
[D] Rajani Etimarpu
6. “Indian Skills 2021 National Competition” -এ কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] আসাম
[B] উড়িষ্যা
[C] পাঞ্জাব
[D] কেরালা
7. সম্প্রতি, প্রকাশিত “Henley Passport Index” -এ ভারতের অবস্থান কত?
[A] 93 তম
[B] 105 তম
[C] 113 তম
[D] 83 তম
8. কোন রাজ্য সরকার অনলাইন গেম সঞ্চালনের জন্য একটি আইন প্রণয়নের ঘোষণা করেছে?
[A] কেরালা
[B] মধ্যপ্রদেশ
[C] রাজস্থান
[D] উত্তরপ্রদেশ