Today Current Affairs MCQ: 1st January 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 1st January 2022
1. নিম্নলিখিত কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) -এর পরবর্তী MD & CEO পদে নিযুক্ত হয়েছেন?
[A] সোমা শঙ্কর প্রসাদ
[B] সুমিত মিশ্রা
[C] মল্লিকার্জুন রাও
[D] অতুল কুমার গোয়েল
2. নিম্নলিখিত কাকে মুম্বাই প্রেস ক্লাব দ্বারা “Journalist of the Year 2022” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] দানিশ সিদ্দিকী
[B] অর্নব গোস্বামী
[C] রবীশ কুমার
[D] রোহিত সরদানা
3. সম্প্রতি, কোন দেশের রাষ্ট্রপতি দুর্নীতি অভিযোগের কারনে প্রাধানমন্ত্রী মোহাম্মেদ হুসেন রুবেল কে নিলম্বিত করেছে?
[A] সুদান
[B] কাতার
[C] ইরান
[D] সোমালিয়া
4. ভায়োলেট বড়ুয়া কোন রাজ্যের প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল (IG) পদে নিযুক্ত হয়েছেন?
[A] রাজস্থান
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] মিজোরাম
5. Energy Efficiency Services (EESL) -এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] সঙ্গীতা বন্সল
[B] রাধিকা ঝা
[C] অঞ্জলি শর্মা
[D] সুনিধি চৌহান
6. সম্প্রতি, প্রকাশিত “The Modi Gambit: Decoding Modi 2.0” পুস্তকটি কে লিখেছেন?
[A] আহানা ঠাকুর
[B] সহদেব যাদব
[C] সঞ্জু বর্মা
[D] অরিন্দম বাগবী
7. পঙ্কজ শর্মা কোন দেশে পরবর্তী ভারতীয় রাজদূত নিযুক্ত হয়েছেন?
[A] স্পেন
[B] আয়ারল্যান্ড
[C] ইজরায়েল
[D] মেক্সিকো
8. দূর্গাশঙ্কর মিশ্রা কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন?
[A] উত্তর প্রদেশ
[B] রাজস্থান
[C] মধ্যপ্রদেশ
[D] তামিলনাড়ু