Today Current Affairs MCQ: 26th January 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 26th January 2022
1. ভারতে কবে ‘National Tourism Day’ পালিত হয়?
[A] ২১ জানুয়ারী
[B] ২৩ জানুয়ারী
[C] ২৫ জানুয়ারী
[D] ২৭ জানুয়ারী
2. নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কোন ভারতীয় দূতাবাস প্রদর্শনী শুরু করেছে?
[A] টোকিও
[B] ঢাকা
[C] কানাডা
[D] বার্লিন
3. নিম্নলিখিত কে “ICC Women’s T20 Batting Rankings 2022” -এর শীর্ষে রয়েছে?
[A] স্মৃতি মান্ধানা
[B] শেফালী বর্মা
[C] মিথিলা রাজ
[D] হরমনপ্রীত কর
4. ভারতে কবে “National Voters Day” পালিত হয়?
[A] ২৩ জানুয়ারী
[B] ২৪ জানুয়ারী
[C] ২৫ জানুয়ারী
[D] ২৬ জানুয়ারী
5. ভারত ২৬ জানুয়ারী তারিখে কততম প্রজাতন্ত্র দিবস পালন করেছে?
[A] ৭১তম
[B] ৭২তম
[C] ৭৩তম
[D] ৭৪তম
6. Indian Farmers Fertiliser Cooperative (IFFCO) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Mangi Lal Danga
[B] Dileep Sanghani
[C] Prem Chandra Munshi
[D] Simachal Padhya
7. ‘ভারতীয় নির্বাচন কমিশন’ কবে প্রতিষ্ঠিত হয়?
[A] ১৯৪৯ সালে
[B] ১৯৫০ সালে
[C] ১৯৫১ সালে
[D] ১৯৫২ সালে
8. International Day of Education 2022 কবে পালিত হয়েছে?
[A] ২১ জানুয়ারী
[B] ২২ জানুয়ারী
[C] ২৩ জানুয়ারী
[D] ২৪ জানুয়ারী