Today Current Affairs MCQ: 2nd February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 2nd February 2022
1. সম্প্রতি, কবে ‘Indian Coast Guard Day’ পালিত হয়েছে?
[A] ৩০ ফেব্রুয়ারী
[B] ৩১ ফেব্রুয়ারী
[C] ১ ফেব্রুয়ারী
[D] ২ ফেব্রুয়ারী
2. TeraPay ক্যাশলেষ লেনদেন -এর প্রচার করতে কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছে?
[A] Microsoft
[B] MasterCard
[C] Visa
[D] NPCI International
3. সম্প্রতি, কে পণ্ডিত যশরাজ -এর ৯২তম জন্মদিবস উপলক্ষে ‘Pandit Jasraj Cultural Foundation’ লঞ্চ করেছেন?
[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদী
[C] নিতিন গডকড়ি
[D] নির্মলা সীতারমন
4. সম্প্রতি, প্রকাশিত “Fearless Governance” পুস্তকটি কে লিখেছেন?
[A] রঘুরাম রাজন
[B] বিমল জালান
[C] কিরণ বেদি
[D] সুব্রমানিয়ান স্বামী
5. Sergio Mattarella, দ্বিতীয় বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন?
[A] কাজখস্তান
[B] বারবডোস
[C] জার্মানি
[D] ইতালি
6. ৩১ জানুয়ারী ২০২২ তারিখে National Commission For Women (NCW) -এর কততম স্থাপনা দিবস পালিত হয়েছে?
[A] ২৫ তম
[B] ৩০ তম
[C] ৩৫ তম
[D] ৪৯ তম
7. “বিশ্ব কুষ্ঠ দিবস” কবে পালিত হয়?
[A] জানুয়ারী মাসের তৃতীয় রবিবার
[B] জানুয়ারী মাসের শেষ রবিবার
[C] ফেরুয়ারি মাসের প্রথম রবিবার
[D] ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় রবিবার
8. কোন প্রতিষ্ঠান ‘Death Penalty in India’ প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] NITI Aayog
[B] National Crime Records Bureau
[C] Supreme Court
[D] National Law University