Today Current Affairs MCQ: 3rd February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 3rd February 2022
1. প্রতিবছর কবে ‘বিশ্ব আর্দ্রভূমি দিবস’ পালিত হয়?
[A] ১ ফেব্রুয়ারী
[B] ২ ফেব্রুয়ারী
[C] ৩ ফেব্রুয়ারী
[D] ৪ ফেব্রুয়ারী
2. নিম্নলিখিত কোন রাজ্য সরকার সম্প্রতি, ‘AP Seva Portal 2.0’ লঞ্চ করেছে?
[A] অরুণাচল প্রদেশ সরকার
[B] অন্ধ্র প্রদেশ সরকার
[C] কেরালা সরকার
[D] আসাম সরকার
3. ভারত এবং কোন দেশ স্টার্টআপস -কে সমর্থন করতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ফান্ড লঞ্চ করেছে?
[A] জাপান
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ইজরায়েল
[D] সংযুক্ত আরব আমিরাত
4. হজ যাত্রীদের অনলাইন আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে?
[A] ১৫ ফেব্রুয়ারী
[B] ১৬ ফেব্রুয়ারী
[C] ১৭ ফেব্রুয়ারী
[D] ১৮ ফেব্রুয়ারী
5. কোন রাজ্যে ভারতের প্রথম ‘Geological Park’ প্রতিষ্ঠা করে হবে?
[A] উত্তর প্রদেশ
[B] অন্ধ্র প্রদেশ
[C] অরুণাচল প্রদেশ
[D] মধ্যপ্রদেশ
6. Indian Coast Guard (ICG) ১ ফেব্রুয়ারী ২০২২ সালে কততম স্থাপনা দিবস পালন করেছে?
[A] ৪৪তম
[B] ৪৬তম
[C] ৪৭তম
[D] ৪৮তম
7. নিম্নলিখিত কোন ভারতীয় পুরুষ প্রথম “World Games Athlete of the Year Award ২০২১” শিরোপা জিতেছে?
[A] নীরজ চোপড়া
[B] বরুন কুমার
[C] কৃষাণ পাঠক
[D] পি.আর শ্রীজেশ
8. সম্প্রতি, কবে “World Neglected Tropical Diseases Day” পালিত হয়েছে?
[A] ২৭ জানুয়ারী
[B] ২৮ জানুয়ারী
[C] ৩০ জানুয়ারী
[D] ১ ফেব্রুয়ারি