Today Current Affairs MCQ: 4th January 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 4th January 2022
1. কোন রাজ্য সরকার স্কুল শিক্ষার্থীদের জন্য ‘Free Mobile Tablet’ যোজনা শুরু করেছে?
[A] কেরালা
[B] মহারাষ্ট্র
[C] উত্তরাখন্ড
[D] হিমাচল প্রদেশ
2. সম্প্রতি, কোন বিশ্ববিদ্যালয়ে “Kalpana Chawla Centre for Research in Space Science & Technology” -এর উদ্বোধন করা হয়েছে?
[A] মাদ্রাসা বিশ্ববিদ্যালয়
[B] চন্ডিগড় বিশ্ববিদ্যালয়
[C] এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
[D] দিল্লী বিশ্ববিদ্যালয়
3. সম্প্রতি, 2 জানুয়ারী তারিখে Abdalla Hamdok কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন?
[A] ইজিপ্ট
[B] তাঞ্জানিয়া
[C] সুদান
[D] ইমেন
4. সম্প্রতি, কোন দেশের অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন?
[A] বাংলাদেশ
[B] পাকিস্তান
[C] আফগানিস্তান
[D] দক্ষিণ আফ্রিকা
5. সম্প্রতি, কোন দেশ “U-19 Asia Cup” জিতেছে?
[A] ভারত
[B] শ্রীলঙ্কা
[C] দক্ষিণ আফ্রিকা
[D] অস্ট্রেলিয়া
6. কোন দেশ ‘Better Health Smoke Free’ অভিযান শুরু করেছে?
[A] অস্ট্রলিয়া
[B] ভারত
[C] ফ্রান্স
[D] ইউনাইডেট কিংডম
7. কোন দেশ আফগানিস্তান কে ৫ লক্ষ কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছে?
[A] ভারত
[B] বাংলাদেশ
[C] পাকিস্তান
[D] মার্কিন যুক্তরাষ্ট্র
8. কেন্দ্র সরকার ডিসেম্বর ২০২১ সালে প্রায় কত কোটি রাজস্ব আদায় করেছে?
[A] ১.৩ লক্ষ কোটি টাকা
[B] ১.৮ লক্ষ কোটি টাকা
[C] ৩.৪ লক্ষ কোটি টাকা
[D] ২.৭ লক্ষ কোটি টাকা