এক নজরে বিশ্ব (World at a Glance)

এক নজরে বিশ্ব: গবেষকদের মতে পৃথিবীর বয়স আনুমানিক প্রায় ৪.৪৫৩ বিলিয়ন বছর। নিম্নে পৃথিবী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। 

এক নজরে বিশ্ব

  • বয়স ————————————————— 4.543 বিলিয়ন বছর
  • পৃথিবীর মোট আয়তন ——————————- 510, 940,000 বর্গ কিমি
  • স্থলভাগ ———————————————— 148, 940, 000 বর্গ কিমি
  • জলভাগ ———————————————— 361, 132, 000  বর্গ কিমি 
  • মোট জনসংখ্যা —————————————- 7.04 বিলিয়ন 
  • মোট ভর ———————————————- 5.972 ×1024
  • ঘনফল ————————————————- 1.08321 ×1012Km3
  • সূর্য থেকে দূরত্ব —————————————- 149.6 মিলিয়ন Km
  • চন্দ্র থেকে দূরত্ব —————————————- 384, 400 Km
  • পৃথিবীর সর্বোচ্চ স্থান ———————————- মাউন্ট এভারেস্ট (নেপাল)
  • সমুদ্রের গভীরতম অংশ ——————————- প্রশান্ত মহাসাগরের গভীরে “চ্যালেঞ্জের ডিপ”(১১,০৩৩ মিটার )
  • স্থলভাগের গভীরতম অংশ—————————- “ডেড সি” (396 মিটার)
  • আহ্নিক গতির ঘূর্ণনের সময় ————————– 23 ঘণ্টা 56 মিনিট  40.91 সেকেন্ড 
  • বার্ষিক গতির ঘূর্ণনের সময় ————————— 365 দিন 5 ঘন্টা 48 মিনিট
  • উপগ্রহ ————————————————— একটি (চাঁদ)
  • মোট মহাদেশ ———————————– 7 টি (এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা)
  •  বৃহত্তম মহাদেশ —————————————— এশিয়া (আয়তনে )
  • ক্ষুদ্রতম মহাদেশ —————————————— অস্ট্রেলিয়া (আয়তনে)
  • বৃহত্তম দেশ ———————————————– রাশিয়া (আয়তনে)
  • বৃহত্তম দেশ ———————————————– চীন (জনসংখা )
  • ক্ষুদ্রতম দেশ ———————————————- ভ্যাটিকান সিটি ( আয়তন ও জনসংখ্যা)
  • বৃহত্তম মহাসাগর —————————————– প্রশান্ত মহাসাগর
  • ক্ষুদ্রতম মহাসাগর —————————————- আর্কটিক মহাসাগর
  • দীর্ঘতম নদী ———————————————- নীল (6,650 km)
  • বৃহত্তম হ্রদ ———————————————— কাস্পিয়ান

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর:

প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

উত্তরঃ 149.6 মিলিয়ন Km

প্রশ্নঃ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব কত?

উত্তরঃ 384, 400 Km

প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট।

প্রশ্নঃ পৃথিবীতে মহাদেশ কয়টি কি কি?

উত্তরঃ 7 টি (এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা)

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া (আয়তনে )

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

20 + nineteen =

Scroll to Top